আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

করোনা শনাক্তের কিট দেবেন সাকিব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৩ ১২:৪৬:৪১

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সংকটময় পরিস্থিতিতে নিঃস্ব, সহায়-সম্বলহীন মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

করোনাভাইরাস শনাক্তে টেস্টিং কিট সরবরাহ করবেন সাকিব। সেজন্য তার গড়া প্রতিষ্ঠান দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এক হয়ে ফান্ড গঠন করছে।

এর আগে বিশ্বসেরা অলরাউন্ডারের দাতব্য প্রতিষ্ঠানটি ‘মিশন সেভ বাংলাদেশ’র সঙ্গে জনহিতকর কাজ শুরু করেছিল। এবার আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের ব্যবস্থা করে দিতে ফান্ড গঠন করেছে এটি।

ওই প্রতিষ্ঠানের সঙ্গে মিলে ২০ লাখ টাকার তহবিল গঠন করবে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটিই জানিয়েছেন সাকিব। স্ব ফাউন্ডেশনকে ট্যাগ করে ছবি পোস্ট করেছেন তিনি।

সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ২৪ডটকম/৩ এপ্রিল ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন