Sylhet View 24 PRINT

করোনার কারণে পেলেকে ছোঁয়া হলো না মেসির

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৪ ১৭:৪২:৪২

সিলেটভিউ ডেস্ক :: মহামারী করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়া ইউরোপিয়ান ফুটবল লিগগুলো এখন বাতিল হওয়ার পথে।

বিষয়টি ফুটবলপ্রেমীদের হতাশ করতেই পারে। তবে একটু বেশিই হতাশায় ডুবতে পারেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি ও তার ভক্তরা।

জানা গেছে, করোনা তাণ্ডবে ২০১৯-২০ এর লিগ বাতিল হলে ব্রাজিলিয়ান জীবন্ত কিংবদন্তি পেলের একটি অনন্য রেকর্ড স্পর্শ করার সুযোগ হাতছাড়া হবে মেসির।

কালোমানিক পেলের একটি রেকর্ড ছিল - নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ ৬৪৩টি গোল করেছেন তিনি।
এবারের মৌসুমে পেলের সেই রেকর্ডের দিকে দ্রুত গতিকে এগিয়ে যাচ্ছিলেন মেসি।

৬০৩ গোল ঝুলিতে নিয়ে আরও ২৪টি গোল যোগ করেছিলেন মেসি। পেলেকে ছুঁতে আর মাত্র ২৫ গোল লাগত তার। আর এমন সময় করোনার কারণে লিগ স্থগিত হয়ে গেল।

গোল ডটকম জানিয়েছে, লিগ বাতিল হলে এ মৌসুমে মেসির ওই ২৪ গোল আর রেকর্ডের পাতায় লেখা হবে না। ৬২৭ নয়, পরের মৌসুমে ৬০৩ নিয়েই নতুন করে শুরু করতে হবে।

মেসি কি তা পারবেন? ভক্তদের এমন আশঙ্কায় ফুটবলবোদ্ধারা আশ্বস্ত করেছেন, পরের মৌসুমে পেলের রেকর্ড ঠিকই ছুঁয়ে ফেলবেন মেসি।

যদিও অনেকে বলছেন, মেসির পক্ষে এবারই বড় সুযোগ ছিল পেলের রেকর্ড স্পর্শ করার। কারণ আগামী জুনে ৩৩তম জন্মদিন পালন করবেন মেসি। এরপর তার ফর্ম কতটা থাকে তা দেখার বিষয়।

সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/৪ এপ্রিল ২০২০/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.