আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

করোনা প্রমাণ করল ভালোবাসার শক্তি অনেক বেশি: মাশরাফি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৯ ০৯:৫৬:৪০

সিলেটভিউ ডেস্ক :: বাংলাদেশ জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি মুর্তজা সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকে বলেছেন, করোনাভাইরাস প্রমাণ করল গোলাবারুদের চেয়ে ভালোবাসার শক্তি অনেক বেশি।

যুদ্ধের পেছনে কাড়ি কাড়ি অর্থ খরচ করে বিশ্ব। পারমাণবিক বোমা তৈরি, যুদ্ধবিমান কেনার প্রতিযোগিতায় বাজেটের বড় অংশ বরাদ্দ থাকে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর। করোনা-যুদ্ধে মানুষকে বাঁচাতে মানুষ লড়ছে শুধু ভালোবাসার শক্তি দিয়ে। জমানো সব গোলাবারুদ এখানে ঠুনকো। এই আপ্তবাক্যটিই যেন মনে করিয়ে দিলেন তিনি।

জাতীয় দলের এ তারকা ক্রিকেটার এর আগে অনেকবার বলেছেন, ক্রিকেট শুধু জীবনের একটা অংশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভালোবাসা।

করোনাভাইরাসের এই সংকট মুহূর্তে অন্যসব ক্রিকেটারদের মতোই নিজের এক মাসের বেতনের অর্ধেক করোনাভাইরাস মোকাবেলায় সহায়তা দিয়েছেন। নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি নিজের এলাকার মানুষের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন তিনি।

চিকিৎসার জন্য রোগীকে যাতে হাসপাতালে না যেতে হয়, ডাক্তার যেন রোগীর বাসায় যান, সেজন্য ভ্রাম্যমাণ মেডিকেল টিম গড়েছেন।এছাড়া এলাকার নিন্মআয়ের মানুষদের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দেয়ার জন্য নানা পরিকল্পনা করেছেন।

সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ২৪ডটকম /৯ এপ্রিল ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন