Sylhet View 24 PRINT

মাশরাফির পথে সাকিব!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-১২ ১৬:০৯:২০

সিলেটভিউ ডেস্ক :: মাশরাফি বিন মর্তুজা খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি রাজনীতি করছেন। জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনে মাশরাফির পাশাপাশি নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল সাকিব আল হাসানেরও। কিন্তু নমিনেশন না পাওয়ায় রাজনীতিতে আসা হয়নি সাকিবের। বিষয়টি নিয়ে সাকিব কখনোই সরাসরি কথা বলেননি। তবে বলেছিলেন, সুযোগ পেলে তিনি খেলা চলাকালীন রাজনীতির মাঠে নামবেন।

গতকাল (১১ মে) ডয়েচে ভেলের সাক্ষাৎকারে সাকিব জানালেন রাজনীতি নিয়ে তার ভাবনা। যদিও আগের মতই খুব একটা খোলাসা করলেন না সাকিব। সাকিব বলেছেন, ‘আসলে কিছু জিনিস গোপন থাকাই ভালো। যে বিষয়টি জানতে চাচ্ছেন সেটা প্রকাশ পাওয়াই উচিত না! আমি যদি রাজনীতিতে আসি তাহলে সেটাও (২০১৮ সালে নমিনেশন পাওয়া) প্রকাশ পাবে না। আবার যদি না আসি সেটাও আসবে না।’

সাকিব নিজেও চান তার এই গোপন কথাটা কেউ না জানুক। কারণ সাকিবের চাওয়া, কিছু কৌতুহল থাকা ভালো। এই ব্যাপারে সাকিব বলেন, ‘এটা এমন একটি সিক্রেট যেটা চাইনা কখনো কেউ জানুক। কিছু কিছু জায়গা মানুষের কৌতূহল জাগানোর মতোই জায়গা। যে বিষয়টি নিয়ে কথা বলছেন সেখানেও মানুষের কৌতূহল থাকাই স্বাভাবিক। আমি যদি আমার জায়গা না থাকতাম তাহলে আমারও কৌতূহল জাগত। এই দুই-একটা কৌতূহল মানুষের মনে থাকার দরকার। সব কৌতূহল যদি আপনি প্রকাশ করে দেন তখন মানুষের আমাকে নিয়ে আগ্রহ থাকবে না। সেজন্য বলছি এটা নিয়ে আগ্রহ থাক।’

উপস্থাপক খালেদ মুহিউদ্দিন সাকিবকে প্রশ্ন করেছিলেন, ভবিষ্যতে এমপি, মন্ত্রী হওয়ার ইচ্ছা আছে নাকি? তার উত্তরে সাকিব জানালেন, ‘এগুলো সময়ের ওপর ছেড়ে দিতে হবে। ভবিষ্যতে কি হবে তা বলা খুব কঠিন। করোনাভাইরাসের সময় আমি এতোটুকু শিক্ষা পেয়েছি, কাল কি হবে সেটা নিশ্চিত নয়। এই জায়গা থেকে আমি বলতে চাই, খুব বেশি দূরের বিষয়ে আমি ফোকাস করতে চাই না। যদি সুযোগ আসে আমি স্বাগত জানাবো সত্যি কথা। যদি সুযোগ না আসে সেটা নিয়েও আমার আফসোস থাকবে না।’



সৌজন্যে : ঢাকাটাইমস

সিলেটভিউ২৪ডটকম/১২ মে ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.