আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

বাংলাদেশের আরও এক সাবেক ক্রিকেটার করোনায় আক্রান্ত!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-১৫ ১৪:৫১:১১

সিলেটভিউ ডেস্ক :: দেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। লকডাউন শিথিল করার পর প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। আশিকুর রহমানের পর দেশের আরেক সাবেক ক্রিকেটার সজিব দাস করোনায় আক্রান্ত হয়েছেন। সজিব দাস ঢাকা প্রিমিয়ার লিগের দুটি ক্লাব ওয়ারি ও ভিক্টোরিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।

খোঁজ নিয়ে জানা গেছে শুধু সজীবই নন, তার মায়েরও করোনা পজেটিভ এসেছে। সজীব সপ্তাহখানেক আগে সপরিবারে ফরিদপুরের সদরপুরে তার শ্বশুরবাড়ি গিয়েছিলেন। গতকাল সেখানেই তার করোনা শনাক্ত হয়েছে। এরপর স্থানীয় প্রশাসন বাড়িটি লকডাউন করে রাখে। এখন মায়ের সঙ্গে শ্বশুর বাড়িতেই আইসোলেশনে আছেন সজীব।

সজিবের বাড়ি মাদারীপুরে। আইসোলেশন নিশ্চিত করতে তিনি পরিবারের বাকি সদস্যদের মাদারিপুরে পাঠাতে আগ্রহী। এজন্য জেলা প্রশাসনের অনুমতির অপেক্ষা করছেন। ২০০৭ সালে ক্রিকেট ছেড়ে দেওয়া সজীব একটি বেসরকারির প্রতিষ্ঠানে কাজ করছেন। তার পরিবারের ওপর করোনার ছায়া নেমে আসায় উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

সৌজন্যে: কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/১৫ মে ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন