Sylhet View 24 PRINT

৪২ লাখ টাকায় বিক্রি মাশরাফির প্রিয় ব্রেসলেট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-১৮ ০১:১৪:০৭

সিলেটভিউ ডেস্ক :: করোনা মোকাবেলার জন্য নিজের ১৮ বছরের সঙ্গী প্রিয় ব্রেসলেটটি নিলামে বিক্রি করে দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৪২ লাখ টাকায় ব্রেসলেটটি কিনেছে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিস অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)।

তবে, বিক্রি করে দিলেও ব্রেসলেটটি মাশরাফির কাছেই থাকবে। কারণ, বিএলএফসিএ ব্রেসলেটটি কিনে আবার মাশরাফি বিন মর্তুজাকে গিফট করেছে। রবিবার রাতে নিলামের অনলাইন প্লাটফর্ম ‘অকশন ফর অ্যাকশন’ এর লাইভ সেশনে বিক্রি হয় ব্রেসলেটটি।

বিএলএফসিএ এর পক্ষ থেকে লাইভে এসে মমিনুল ইসলাম বলেন, ‘আমরা ৪০ লাখ টাকা দিয়ে ব্রেসলেটটি কিনলাম। কিন্তু এর সঙ্গে আমরা আরো ৫ শতাংশ দেব। অর্থাৎ, আমরা মোট দেব ৪২ লাখ টাকা। তবে, আমরা ব্রেসলেটটি আবার মাশরাফিকে গিফট করলাম। আমাদের প্রিয় অধিনায়কের ব্রেসলেট তার কাছেই থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা অনুষ্ঠান করে ব্রেসলেটটি মাশরাফির হাতে তুলে দেব।’

ব্রেসলেট বিক্রির টাকা চলে যাবে মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে। সেখান থেকে পুরো টাকাটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে। এ বিষয়ে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘অনেকেই ভাবছেন ব্রেসলেটটি রূপার। কিন্তু এটি স্টিলের ব্রেসলেট। আমার খুব প্রিয়। এই ব্রেসলেট বিক্রির সম্পূর্ণ টাকায় করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্যয় করা হবে। শুধু নড়াইল না, নড়াইলের বাইরে দেশের বিভিন্ন জায়গায় আমি সহায়তা করার চেষ্টা করব।’

করোনা মোকাবেলার জন্য এর আগে টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান তার একটি ব্যাট নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন। আর মুশফিকুর রহিম টেস্টে তার প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে বিক্রি করেছেন ১৭ লাখ টাকায়। এছাড়া বাংলাদেশের ক্রীড়া জগতের আরো কয়েকজন তারকা তাদের প্রিয় স্মারক নিলামে বিক্রি করেছেন। কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করছে।

সৌজন্যে :  ঢাকাটাইমস

সিলেটভিউ২৪ডটকম/১৮ মে ২০২০/ মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.