আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

চার হাসপাতালে দান করলেন দিবালা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৮ ১৯:৩৮:৩৪

সিলেটভিউ ডেস্ক :: শিগগিরই ইতালিতে ফিরছে ফুটবল। তার আগেই প্রাণঘাতী করোনাভাইরাস থেকে পুরোপুরি সেরে উঠেছেন পাওলো দিবালা। জুভেন্টাসের হয়ে মাঠ মাতাতে এখন সব প্রস্তুতি সেরে নিচ্ছেন তিনি।

তবে জন্মভূমি আর্জেন্টিনা ও দেশের মানুষের কথা ভুলেননি ২৬ বছর বয়সী ফুটবলার। করোনা মোকাবেলায় প্রিয় জন্মস্থান কর্ডোবার চার হাসপাতালে ১২ মিলিয়স পেসো দান করেছেন তিনি।

আর্জেন্টিনার অন্যতম প্রদেশ কর্ডোবার অবস্থান লা জয়ার প্রাণকেন্দ্রের কাছাকাছি। এখানেই জন্মগ্রহণ, বেড়ে ওঠা ও ফুটবল ক্যারিয়ার শুরু দিবালার। নাড়ি টানেই সেখানে সহায়তা করছেন তিনি।

দিবালার ভাই গুস্তাভো বলেন, পাওলো দান করেছে। সে মন্ত্রী দিয়েগো কার্দোজোর সঙ্গে কাজ করছে। তবে সরাসরি অর্থ সহায়তা করছে না ও।

তিনি বলেন, ১২ মিলিয়ন পেসোর করোনা প্রতিরোধী যন্ত্র দিচ্ছে দিবালা। ইতিমধ্যে সব কেনা হয়েছে। চার হাসপাতালে পৌঁছতে একটু সময় লাগবে।


সৌজন্যে : জুভেন্টাস ওয়েবসাইট
সিলেটভিউ২৪ডটকম/২৮ মে ২০২০/ডেস্ক/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন