Sylhet View 24 PRINT

৫৫ জনের দলেও জায়গা নেই বিশ্বকাপজয়ী পেসারের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৯ ১৭:৩১:৪৬

সিলেটভিউ ডেস্ক :: করোনা সংকট কাটিয়ে ক্রিকেট ফেরানোর লক্ষ্যে এরই মধ্যে বোলারদের অনুশীলন শুরু করিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার পুরো দলকে অনুশীলনের জন্য ৫৫ জনের এক বিশাল স্কোয়াড ঘোষণা করেছে তারা।

যেখানে জায়গা হয়নি ২০১৯ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য লিয়াম প্লাংকেটের। এমনকি সাম্প্রতিক সময়ে আলোচনার তুঙ্গে থাকা ডানহাতি ওপেনার অ্যালেক্স হেলসকেও নেয়নি ইসিবি। এছাড়া তারকা খেলোয়াড়দের মধ্যে বাদ পড়েছেন জো ক্লার্ক।

গত সপ্তাহ থেকেই অনুশীলন শুরু করেছেন ১৮ জন বোলার। এবার সে তালিকায় আরও ৩৭ জনকে যোগ করে মোট ৫৫ জনকে অনুশীলনের জন্য ডেকেছে বোর্ড। তবে এদের কাউকে নির্দিষ্ট ফরম্যাটের কথা বলা হয়নি।

এই ৫৫ জনের স্কোয়াড থেকেই নেয়া হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের খেলোয়াড়। আগামী ৮ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ।

ইংল্যান্ড 'এ' দলের হয়ে সন্তোষজনক পারফরম করা অনেকেই সুযোগ পেয়েছেন এই ৫৫ জনের তালিকায়। যেমন জেমস ব্রেসি, ব্রাইডন কার্স, উইল জ্যাকস, টম কোহলার-ক্যাডমোর, ড্যান লরেন্স প্রমুখ। এছাড়া লম্বা সময় বাইরে থাকার পর ফেরানো হয়েছে বেন ডাকেট, স্যাম বিলিং, ডেভিড উইলিদের।

অনুশীলনের জন্য ইংল্যান্ডের ৫৫ জনের দল

মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, ডম বেজ, স্যাম বিলিং, জেমস ব্রেসি, স্টুয়ার্ট ব্রড, হেনরি ব্রুকস, প্যাট ব্রাউন, ররি বার্নস, জস বাটলার, ব্রাইডস কার্স, ম্যাসন ক্রেন, জ্যাক ক্রাওলি, স্যাম কারান, টম কারান, লিয়াম ডসন, জো ডেনলি, বেন ডাকেট, লরি ইভানস, বেন ফোকস, রিচার্ড গ্লিসন, লুইস গ্রেগরি, স্যাম হাইন, টম হেলম, উইল জ্যাকস, কিটন জেনিংস, ক্রিস জর্ডার, টম কোহলার-ক্যাডমোর, ড্যান লরেন্স, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ইয়ন মরগ্যান, ক্রেইগ ওভারটন, জেমি ওভারটন, ম্যাট পারকিনসন, অলিল পোপ, আদিল রশিদ, অলিল রবিনসন, জো রুট, জেসন রয়, ফিল সল্ট, ডম সিবলি, বেন স্টোকস, অলি স্টোর, রিস টপলি, জেমস ভিনস, আমার ভারডি, ডেভিড উইলি, ক্রিস ওকস এবং মার্ক উড।


সৌজন্যে : জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/২৯ মে ২০২০/ডেস্ক/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.