Sylhet View 24 PRINT

জাতীয় দলের সাবেক ফুটবলার হেলাল আর নেই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩০ ১৩:৩২:২৮

সিলেটভিউ ডেস্ক :: সাবেক জাতীয় ফুটবলার গোলাম রাব্বানী হেলাল আর নেই। আজ শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে দুপুর সোয়া ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।  গোলাম রাব্বানী হেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত।

এর আগে স্ট্রোক করায় গত বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া কিডনি সমস্যায় ব্যাংককেও চিকিৎসা নিয়েছিলেন তিনি। সেই থেকে ডায়ালাইসিস চলছিল সাবেক এই ফুটবলারের। গোলাম রাব্বানী হেলালের জানাজা আজ বিকেলে সাড়ে ৪টায় আবাহনী ক্লাবে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হবে।

গোলাম রাব্বানী হেলাল ১৯৭৫-১৯৮৮ পর্যন্ত ঢাকা আবাহনীর চেনা মুখ ছিলেন। মাঝে আড়াই মাস বিজেএমসিতে কাটানো ছাড়া ক্যারিয়ারে পুরো সময়ই ছিলেন আবাহনীতে। খেলা ছেড়ে আবাহনীর পরিচালক হয়েছেন। একই ক্লাবের ফুটবল দলের নানা দায়িত্ব পালন করেছেন।

১৯৭৮ সালে ঢাকায় এশীয় যুব ফুটবল দিয়ে জাতীয় স্তরে খেলা শুরু। মূল জাতীয় দলে খেলা শুরু ১৯৭৯ সালে। মাঝে বিরতি পড়লেও খেলেছেন ১৯৮৫ পর্যন্ত। ১৯৭৮ লিগে ওয়ারীর কাছে দুবার হেরেছিল আবাহনী। পরের বছরই হেলাল হ্যাটট্রিক করেন ওয়ারীর বিপক্ষে। হেলাল বাফুফের নির্বাহী কমিটির সদস্য হন ২০০৮ সালে।

সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/৩০ মে ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.