আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

করোনামুক্ত নাফিসের পরিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০২ ১৩:৩৪:৫১

সিলেটভিউ ডেস্ক :: করোনা যুদ্ধে বিজয়ী হয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল। বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই এবং তার পরিবার এখন করোনা মুক্ত। নাফিসের সঙ্গে আক্রান্ত হয়েছিলেন তার মা, দুই সন্তান ও গৃহকর্মী। সবাই এখন করোনামুক্ত। এর আগে গতকাল জাতীয় দলের স্পিনার নাজমুল ইসলাম অপুও করোনামুক্ত হয়েছেন।

বাংলোদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ভাই নাফিস ও তার পরিবারের সদস্যদের গত ১৩ জুন করোনাভাইরাস ধরা পড়ে। এরপর সবাই বাসা থেকেই চিকিৎসা নিয়েছেন। মা নুসরাত ইকবাল খানকে নিয়ে দুশ্চিন্তা থাকলেও সেটা কেটে গেছে।

করোনার সংক্রমণের শুরু থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন নাফিস এবং তার ছোট ভাই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তামিম ঢাকা থেকে চট্টগ্রামের স্থানীয় কোচদের সাহায্যে অর্থায়নের ব্যবস্থা করেছিলেন। তা নিজে সশরীরে উপস্থিত থেকে বন্দর নগরীর ক্রিকেট কোচদের মাঝে বণ্টনের কাজ তদারক করেছেন বড় ভাই নাফিস ইকবাল। ত্রাণ কার্যক্রমে জড়িতে থাকা অবস্থাতেই তিনি করোনায় আক্রান্ত হন।

সিলেটভিউ২৪ডটকম/২ জুলাই ২০২০/কালেরকণ্ঠ/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন