আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

‘সৌরভদের ভয়ে পালিয়েছেন মনোহর’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০২ ১৭:৩০:২৪

সিলেটভিউ ডেস্ক :: আরও এক টার্ম দায়িত্বে থাকার সুযোগ পেয়েও বুধবার হঠাৎ করেই আইসিসি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শশাঙ্ক মনোহর।

এমন খবরে বিস্ময় কাটিয়ে ওঠার আগেই মনোহরের পদত্যাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইসিসির সাবেক সভাপতি এন শ্রীনিবাসন।

বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলীর জন্য শশাঙ্ক মনোহর পদ ছেড়ে পালিয়েছেন বলে মন্তব্য করলেন তিনি।

বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে শ্রীনিবাসন বলেন, বিসিসিআইয়ে নতুন প্রজন্মের কোনো নেতা উঠে আসার পর থেকে মনোহর নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন। তিনি জানতেন, এখানে তার ভবিষ্যৎ সুরক্ষিত নয়। যে কারণে নতুন নেতার ভয়ে পালিয়ে গেলেন মনোহর।

তিনি দাবি করেন, বিসিসিআইয়ের ক্ষমতা সৌরভ গাঙ্গুলী ও জয় শাহের ওপর আসার পরই পালিয়ে যেতে এক প্রকার বাধ্য হলেন মনোহর।

দুই বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের পর বুধবার পদত্যাগ করেন শশাঙ্ক মনোহর।

টানা দুই টার্ম ক্ষমতায় ছিলেন তিনি।

শশাঙ্ক মনোহরের পদত্যাগের পর আইসিসির চেয়ারম্যান পদের লড়াইয়ে রয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভস, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সাবেক প্রধান ডেভ ক্যামেরন এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম / ২ জুলাই ২০২০/ ডেস্ক / জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন