Sylhet View 24 PRINT

আইসিসি থেকে মনোহরের পদত্যাগে খুশি ভারতীয়রা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০২ ১৭:৩৩:৫৬

সিলেটভিউ ডেস্ক :: ২০১৫ সালে আইসিসির প্ৰথম স্বাধীন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন ভারতীয় ব্যক্তিত্ব শশাঙ্ক মনোহর। এর পর টানা দুই টার্মে ক্ষমতায় ছিলেন।

বুধবার পদত্যাগ করেছেন শশাঙ্ক মনোহর। আর তার এই পদত্যাগ নাকি খুশি হয়েছে ভারতীয়রা।

এমন দাবি আইসিসির সাবেক সভাপতি এন শ্রী নিবাসন।

এর ব্যাখ্যায় মনোহরের বিরুদ্ধে শ্রী নিবাসনের অভিযোগ, ভারতীয় হয়েও মনোহর পুরোপুরি ভারত-বিদ্বেষী। ভারতীয় ক্রিকেটের অপূরণীয় ক্ষতি করেছেন তিনি। বিশ্বের কাছে বিসিসিআইয়ের প্রাসঙ্গিকতা অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি। তাই দেশের ক্রিকেটমহল ও সমর্থকরা তার পদত্যাগে খুশিই হবে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বিস্ফোরক সব মন্তব্য করেন শ্রী নিবাসন।

শ্রী নিবাসন বলেন, ভারতীয় ক্রিকেটের অর্থনীতিতে আঘাত করেছেন মনোহর। বিসিসিআইকে কার্যত ধ্বংস করে দিয়েছেন উনি।

এসব বলেই ক্ষান্ত হননি ভারতীয় ক্রিকেটের একসময়ের মুকুটহীন সম্রাট।

তিনি বলেন, মনোহর এখন পালিয়ে যাচ্ছেন। কারণ বিসিসিআইয়ের বর্তমান শাসকরা তাকে মোটেই পাত্তা দেয় না। মূলত সৌরভদের ভয়েই পালিয়ে গেছেন মনোহর।

প্রসঙ্গত, আইসিসির প্ৰথম স্বাধীন চেয়ারম্যান হিসাবে ২০১৫ সালে দায়িত্ব নেন শশাঙ্ক মনোহর। এর পর টানা দুই টার্মে ক্ষমতায় ছিলেন। আইসিসির রুল বুক অনুযায়ী, স্বাধীন চেয়ারম্যানরা ৩ টার্ম পদে থাকতে পারতেন মনোহর। তবে দুই টার্ম শেষ হতেই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।

সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম / ২ জুলাই ২০২০/ ডেস্ক / জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.