আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

হঠাৎ দল থেকে বাদ আর্চার, করাতে হবে করোনা পরীক্ষা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৬ ১৬:২৪:২৬

সিলেটভিউ ডেস্ক ::করোনা পরিস্থিতিতে করা আইসিসির নতুন নিয়ম ভাঙার দায়ে বাদ পড়েছেন সাউদাম্পটন টেস্টে ত্রাস সৃষ্টি করা ইংলিশ বোলার জোফরা আর্চার।

ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ইংল্যান্ডকে।

বার্বাডোজে জন্ম নেয়া এই গতি তারকার বদলে আজ মাঠে দেখা যেতে পারে স্যাম ক্যারেন, ওলি রবিনসন অথবা ক্রিস ওকসকে।

বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগে এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওল্ড ট্রাফোর্ড টেস্টে আর্চারকে বাদ দেয়া হয়েছে। তাকে এখন পাঁচদিনের আইসোলেশনের মধ্য দিয়ে যেতে হবে এবং দুটি টেস্টে করোনা নেগেটিভ প্রমাণ করতে হবে। এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ দলকে জানানো হয়েছে এবং আমাদের পদক্ষেপে তারা সন্তুষ্টি হয়েছেন।'

ম্যাচ থেকে বাদ পড়ায় এক প্রতিক্রিয়ায় আর্চার জানিয়েছেন, আমি যা করেছি তাতে খুবই দুঃখিত। আমি শুধু নিজেকে না, পুরো দলকে বিপদে ফেলেছি। টেস্ট ম্যাচ থেকে বাদ পড়ে খুবই খারাপ লাগছে। আমার ভুলের সব দায়ভার স্বীকার করছি। সবার কাছে ক্ষমা চাইছি।

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৫ রানে ৩ উইকেট নিয়েছেন আর্চার। দ্বিতীয় টেস্টে তাকে ছাড়া দল আরও দুর্বল হয়ে পড়বে বলে ধারণা বিশ্লেষকদের।


সৌজন্যে : দ্য গার্ডিয়ান
সিলেটভিউ২৪ডটকম/১৬ জুলাই ২০২০/ডেস্ক/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন