আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

টেস্ট ক্রিকেটে প্রথমবার একই ম্যাচে বাবা-ছেলে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৭ ১৮:১৭:৫৩

সিলেটভিউ ডেস্ক :: ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে লড়ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে অংশ নিয়েছেন ইংল্যান্ডের পেসার স্টুয়াট ব্রড ও তার বাবা ক্রিস ব্রড।  পুত্র আছেন ইংল্যান্ডের জার্সি গায়ে। আর বাবা ক্রিস ব্রড আছেন ম্যাচ রেফারি হিসেবে। একই ম্যাচে বাবা ও পুত্র অংশ নেয়ার বিরল ঘটনাই বটে।

তবে এমন ঘটনা ক্রিকেটের ইতিহাসে এই প্রথম নয়। ২০০৬ সালে কেনিয়া-বাংলাদেশের ওয়ানডে ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন কেনিয়ান আম্পায়ার সুভাস মোদি। আর কেনিয়ার হয়ে ওই ম্যাচে খেলছিলেন তারই ছেলে হিতেশ মোদি। ওই ম্যাচে নিজের ছেলেকে আউটও দিয়েছিলেন সুভাস। তবে টেস্ট ক্রিকেটে প্রথম এমন ঘটনার জন্ম দিলেন ক্রিস ব্রড ও স্টুয়াট ব্রড।

করোনাভাইরাসের কারণে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিয়ম করে, স্থানীয় আম্পায়ারদের নিয়েই ম্যাচ পরিচালনার। ফলে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্বাগতিক আম্পয়াররাই থাকছেন। করোনার এই সময়ের কারণেই হয়তো সিনিয়র আর জুনিয়র ব্রড একই ম্যাচে ভিন্ন ভূমিকায় থাকার সুযোগ পেলেন।


সৌজন্যে : কালের কণ্ঠ
সিলেটভিউ২৪ডটকম/১৭ জুলাই ২০২০/ডেস্ক/ জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন