আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

অবশেষে মেসি ইস্যুতে মুখ খুললেন বার্তোমেউ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২০ ১৫:৩৮:০৮

সিলেটভিউ ডেস্ক :: বার্সা বনাম মেসি 'দ্বন্দ্বে'র অবসান হয়েছে। অবশেষে বার্সার জার্সিতেই মাঠে নেমেছে মেসি। আর এমন পরিস্থিতিতে এখন মেসির সঙ্গে শান্তি স্থাপন করতে চান বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।

মেসি বার্সেলোনা ছাড়তে চেয়ে ব্যুরোফ্যাক্স পাঠানোর পর থেকে অনেকটা নিশ্চুপ ছিলেন তিনি। মেসি তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগও এনেছিলেন, তবুও মুখ খোলেননি বার্তোমেউ। শেষ পর্যন্ত এক সাক্ষাৎকারে কিছুদিন ধরে বার্সেলোনায় ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। এর বড় অংশ জুড়েই ছিলেন মেসি। দলের সেরা এই তারকার সঙ্গে লড়াইয়েও যেতে চান না বলে জানিয়েছেন বার্তোমেউ।

শনিবার কাতালান এক টিভিকে (টিভি ৩) দেয়া সাক্ষাৎকারে মেসির সঙ্গে নতুন করে লড়াইয়ে যেতে চান না বলে উল্লেখ করেন বার্তোমেউ।

তিনি বলেন, 'সভাপতি হিসেবে আমি মেসির সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াব না। মেসি আমাদের অধিনায়ক, আমাদের নেতা। সমস্যা মিটে গেছে। যা বলার ছিল বলা হয়েছে। আমি বিশ্বের সেরা খেলোয়াড়কে যেতে দিতে পারি না। তাকে দলের প্রয়োজন, তার মাধ্যমে সাফল্যের নিশ্চয়তা পাওয়া যায়।'

সিলেটভিউ২৪ডটকম/২০ সেপ্টেম্বর ২০২০/ডেস্ক /মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন