আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বদলে যেতে পারে ম্যারাডোনার স্মৃতি বিজড়িত সেই স্টেডিয়ামের নাম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২৬ ১৩:০৬:৩৮

সিলেটভিউ ডেস্ক :: ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলেয়াড় ম্যারাডোনার মৃত্যুতে শোকাহত বিশ্ব ক্রীড়াজগত। বুধবার ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবার প্রিয় এ খেলোয়াড়। ম্যারাডোনার স্মৃতি ধরে রাখতে স্টেডিয়ামের নাম পরিবর্তন নিয়ে ভাবছে ইতালির নাপোলি ক্লাব।

আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ম্যারাডোনা। দেশের হয়ে ১৯৮৬ সালের বিশ্বকাপ রাঙিয়েছেন। তবে ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত সাফল্যের সঙ্গে নাপোলিতে খেলেছেন তিনি। বার্সেলোনা থেকে এ ক্লাবে যোগ দেন ম্যারাডোনা। এ ক্লাবের হয়ে সিরি আ টাইটেল, কোপা ইতালিয়া ও উয়েফা কাপ জিতেছেন। এর ফলে ক্লাবটির সমর্থক ও এই শহরের সঙ্গেও তার শক্ত বন্ধন তৈরি হয়েছিল।

ম্যারাডোনার মৃত্যুর খবর শুনে নাপোলির সাও পাওলো স্টেডিয়ামে ছুটে আসেন ভক্ত-সমর্থকরা। অনেককে কাঁদতেও দেখা গেছে। ক্লাবটির প্রেসিডেন্ট ওরেলিও ডি লরেনটিস জানিয়েছেন, তারা সাও পাওলো স্টেডিয়ামের নাম বদলে সাও পাওলো-দিয়েগো আরমান্দো ম্যারাডোনা করার কথা ভাবছেন। ন্যাপলসের মেয়র লুইজি ডি ম্যাজিস্ট্রিসও এমন প্রস্তাবে সায় দিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৬ নভেম্বর ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন