Sylhet View 24 PRINT

ইতালিতে এবার ম্যারাডোনার নামে স্টেডিয়াম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২৬ ১৮:২১:০৫

সিলেটভিউ ডেস্ক :: ইতালির নেপল শহরের একটি স্থানীয় স্টেডিয়াম আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নেপলের মেয়রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্লুমবার্গ ।

বৃহস্পতিবার সান পাওলো স্টেডিয়ামকে ম্যারাডোনা স্টেডিয়াম হিসেবে নামকরণ করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।  

নেপলের লুইগি ডি ম্যাজিস্ট্রিস বলেন, নেপলসের স্টেডিয়ামকে ম্যারাডোনা স্টেডিয়াম হিসেবে নামকরণের বিষয়ে আমরা সকালে সবাই এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি।  

১৯৮৭ সালে ইতালীয় ফুটবলের শিরোপা জিতিয়ে বিশ্বমাঝে নেপোলিকে বিশ্বফুটবলপ্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিতি এনে দেন ম্যারাডোনা।  



সিলেটভিউ২৪ডটকম/২৬ নভেম্বর ২০২০/যুগান্তর/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.