Sylhet View 24 PRINT

হোটেলে বাথরুম পরিষ্কার করতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৩ ১০:৫৩:৩৪

সিলেটভিউ ডেস্ক :: চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। এখন পর্যন্ত সিরিজে ১-১ সমতায় ভারত ও অস্ট্রেলিয়া।  অ্যাডিলেডে প্রথম টেস্ট বাজেভাবে হারের পর দ্বিতীয় টেস্টে মেলবোর্নে বদলা নেয় ভারত। সিডনিতে হারতে গিয়েও দক্ষতার সঙ্গে খেলে ম্যাচটি  ড্র করেছে ভারত। ব্রিসবেনে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট শুরু হবে ১৫ জানুয়ারি। কারা জিতবে টেস্ট সিরিজ। জানতে অপেক্ষা করতে আরও কিছু সময়।

তবে ব্রিসবেনে টেস্ট হওয়ার আগেই নানাবিধ বিতর্কের মধ্যে বারবার জড়িয়েছে এই ভেন্যু। কখনও স্থানীয় প্রশাসনের কারণে। কখন ও কঠোর কোয়ারেন্টাইনের নিয়ম নিয়ে বেধেছে বিতর্ক। সমস্ত বিতর্কে পানি ঢেলে অবশেষে সিডনি থেকে ব্রিসবেন গিয়ে পৌছেছে রাহানেরা। আর এরপরই শুরু হয়েছে বিতর্ক।

কঠোর কোয়ারেন্টাইন নিয়মের কারণে টিম হোটেলেই কার্যত বন্দি থাকতে হচ্ছে ক্রিকেটারদের। অভিযোগ, তাদের নিজেদের পরিষ্কার করতে হচ্ছে বাথরুম। সুইমিং পুল ব্যবহার করার অনুমতি নেই। জিমও খুবই সাদামাটা। যে খাবার আনা হচ্ছে হোটেলের বাইরের একটি ভারতীয় রেস্তোরাঁ থেকে তার মান ও নাকি খুব একটা ভাল নয়। ফলে ব্রিসবেনের ঘটনায় বিসিসিআই-এরহস্তক্ষেপ করতে হল শেষমেশ। টিম ম্যানেজমেন্টের খবর, ব্রিসবেনের অভিজ্ঞতা ভয়ঙ্কর!

গাব্বা থেকে চার কিলোমিটার দূরের এই পাঁচতারা হোটেল পুরোটাই ফাঁকা। অনেকটাই কোনও কারাগারে পা রাখার মতন অভিজ্ঞতা। নাম প্রকাশে অনিচ্ছুক টিম ম্যানেজমেন্টের এক ব্যক্তি জানিয়েছেন, ‘আমরা নিজেদের ঘরে কার্যত বন্দি। বিছানা নিজেদেরই পরিষ্কার করতে হচ্ছে। বাথরুমের হাল খুব খারাপ। বাধ্য হয়েই নিজেরাই পরিষ্কার করছি। হোটেলের যে ফ্লোরে আছি আমরা, তার বাইরে যাওয়া যাচ্ছে না। সুইমিংপুল ব্যবহার করার অনুমতি নেই।'

ফলে বাধ্য হয়েই বিসিসিআই অজি বোর্ড ও হোটেল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলেছে যাতে ভারতীয় ক্রিকেটারদের ন্যূনতম সুবিধা দেওয়া হয়। জানা গেছে, সৌরভ গাঙ্গুলি ও জয় শাহ অজি বোর্ডকে ফোন করেছেন যাতে এই পরিস্থিতি বদলায়। অজি বোর্ডের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এরকম পরিস্থিতি আর থাকবে না। অনেক ক্রিকেটারই পরিবার নিয়ে গিয়েছেন। সেখানে হাউস হেল্প, সাফাইকর্মী ইত্যাদি না থাকায় খুবই বিপাকে পড়েছেন ভারতীয় তারকারা। হোটেলের ম্যানেজারের অবশ্য গদবাধা উত্তর যে দুই দলের জন্যই একই ব্যবস্থা করা হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০২১/ডেস্ক/মিআচৌ-৭

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.