আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

শুরুতেই টাইগার শিবিরে হানা, শূন্য রানে লিটনের বিদায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৫ ১২:০২:৫১

সিলেটভিউ ডেস্ক :: চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। টাইগারদের টার্গেট হোয়াইট ওয়াশ, আর ক্যারিবীয়দের চেষ্টা অন্তত একটি জয়। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।

দিনের শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। দলীয় ১ রানে শূন্য হাতে বিদায় নিয়েছেন লিটন দাস। আলজারি জোসেফের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন এই টাইগার ওপেনার।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে জায়গা করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার সাইফউদ্দিন। আর জায়গা হারিয়েছেন হাসান মাহমুদ ও রুবেল হোসেন।
বাংলাদেশ একাদশ:

লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ক্যারিবীয় দলে দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন জোসুয়া দা সিলভা ও অ্যান্ড্রে ম্যাকার্থি। তার বদলে অভিষেক হলো জাহমার হ্যামিল্টন ও কেওন হার্ডিংয়ের।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
সুনীল আমব্রিস, কেওর্ন ওটলি, জাহমার হ্যামিল্টন (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ার্স, এনক্রুমাহ বোনার, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, কেওন হার্ডিং, আলজারি জোসেফ, আকিল হোসেন।

সিলেটভিউ২৪ডটকম/২৫ জানুয়ারি ২০২১/বিডিপ্রতিদিন/মিআচৌ-৬

শেয়ার করুন

আপনার মতামত দিন