Sylhet View 24 PRINT

দু’দিন পর্যবেক্ষণে রাখা হবে সাকিব আল হাসানকে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৬ ১৯:২১:২২

সিলেটভিউ ডেস্ক :: কেমন আছেন সাকিব আল হাসান? সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুঁচকির ব্যথায় মাঠ ছাড়ার পর বিশ্বসেরা অলরাউন্ডারের এখনকার খবর কী? ইনজুরি কী গুরুতর? নাকি হালকা, কত দিন বিশ্রাম নিতে হবে তাকে?

সাকিব ভক্ত-সমর্থকরাই শুধু নন, বাংলাদেশের ক্রিকেট অনুরাগী, সবার মনেই এ প্রশ্ন উঁকি-ঝুঁকি দিচ্ছে। শেষ খবর হচ্ছে, ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে সাকিবকে।

সেই ৪৮ ঘণ্টা শেষ হবে আগামীকাল বুধবার। এরপর তার অবস্থা খুঁটিয়ে দেখে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাকিব ইস্যুতে মুখোমুখি হয়ে এ তথ্য জানান।

মঙ্গলবার বিকেলে দেবাশীষ চৌধুরী বলেন, ‘সাকিবের কুঁচকির সমস্যা আসলে কতটা গুরুতর, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। যেহেতু জাতীয় দল জৈব সুরক্ষা বলয়ে আছে, সেখানে আমরা যারা বাইরে আছি, তাদের প্রবেশাধিকার নেই। তাই ঠিক বলা যাচ্ছে না সাকিবের প্রকৃত অবস্থা আসলে কী?

তবে এটুকু বলতে পারি জৈব সুরক্ষা বলয়ে থাকা জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোই সাকিবের দেখভাল করছেন। তিনি তাকে (সাকিবকে) আপাতত ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। সে সময় শেষ হবে আগামীকাল বুধবার। তারপর সাকিবের অবস্থা পর্যালোচনা করা হবে। সে পর্যালোচনার পরই জানা যাবে সাকিবের সত্যিকার অবস্থা কী?’

বলে রাখা ভালো, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে ব্যাটিংটা ভালোমতোই করেছেন। হাফ সেঞ্চুরিও হাঁকিয়েছেন (৮১ বলে ৫১ রানের); কিন্তু ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান পড়ায় ক্যারিবীয়দের ইনিংসের ৩০ নম্বরে ওভারে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন সাকিব। এরপর আর মাঠে ফিরে আসেননি। তবে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায় তাকে।



সিলেটভিউ২৪ডটকম/ জাগো নিউজ /জিএসি-০৪

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.