Sylhet View 24 PRINT

আবারও নিউজিল্যান্ডের সেই মসজিদে বাংলাদেশের ক্রিকেটাররা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৫ ১২:১৫:১০

সিলেটভিউ ডেস্ক :: আল নূর, একটি মসজিদের নাম। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের এই মসজিদে ব্যাপক আলোচনায় আসে ২০১৯ সালে। ওই বছরের ১৫ মার্চ অস্ট্রেলিয়া বংশোদ্ভূত এক শেতাঙ্গ মসজিদটিতে নারকীয় হত্যাযজ্ঞ চালায়।

সে সময় নিউজিল্যান্ডের ওই শহরেই অবস্থান করছিল বাংলাদেশ ক্রিকেট দল। এমনকি টাইগারদের কয়েকজন ছিলেন মসজিদের অদূরেই। তারা ওই সময় নামাজের উদ্দেশে মসজিদের দিকেই যাচ্ছিলেন।

পরদিনই হ্যাগলি ওভালে শেষ টেস্ট খেলা প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা। ম্যাচের আগের দিন অনুশীলন ও সংবাদ সম্মেলন শেষ করে টিম বাসে করে আল নূর মসজিদের উদ্দেশে রওনা দেন বাংলাদেশ দলের অধিকাংশ খেলোয়াড়রা। বাসটি আল নূর মসজিদে পৌঁছানোর আগেই সেখানে ব্রেন্টন ট্যারান্ট নামের ওই সন্ত্রাসী শুরু করেছিলেন হত্যাযজ্ঞ। সৌভাগ্যক্রমে বাংলাদেশ দলের ক্রিকেটাররা একটু দেরি করে মসজিদে পৌঁছানোয় প্রাণে রক্ষা পান।

তবে ব্রেন্টন ট্যারান্ট নামের সেই সন্ত্রাসীর হামলায় নিহত হন ৫১ জন মানুষ। যার মধ্যে ছিলেন নিউজিল্যান্ডে বসবাসরত পাঁচজন বাংলাদেশি। বিভীষিকাময় সেই ঘটনার শোক এখনও পুরোপুরি কাটিয়ে ওঠেনি নিউজিল্যান্ড। ভয়ঙ্কর ওই হত্যাযজ্ঞ এখনও দাগ কেটে আছে অনেকের মনেই।

দুই বছর পর আবারও নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। মূল সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল কোয়ারেন্টাইন পর্ব শেষ করেছে ক্রাইস্টচার্চে। সাত দিনের আইসোলেশন শেষে বৃহস্পতিবার প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। বিদেশ সফরে বাংলাদেশ দলের একটা রীতি প্রচলিত আছে। জুমার দিন খেলা না থাকলে পুরো দল একসঙ্গে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। আজও অনুশীলন শেষে মসজিদে নামাজ আদায় করতে গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেটাও সেই আল নূর মসজিদেই।

সে মসজিদের সামনে গিয়েই সেই ঘটনার স্মৃতিচারণ করেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে লিখা, এই হল সেই মসজিদ এবং আজকেও শুক্রবার।

এমন এক সময় বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফর করছে যখন আবারও আল নূর মসজিদে হামলার হুমকি দেওয়া হয়েছিল সপ্তাহ দুয়েক আগে। তবে স্বস্তির কথা হল হুমকি দেওয়া সেই দুই ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

সিলেটভিউ২৪ডটকম/বিডিপ্রতিদিন/মিআচৌ-১০

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.