আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ইংল্যান্ডের মাটিতে আইপিএল আয়োজনের প্রস্তাব!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০৯ ১৯:৫৬:৫৭

সিলেটভিউ ডেস্ক :: আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে আইপিএলের চতুর্দশ আসর। সারাবিশ্বের মতো ইংল্যান্ডও এই কোটি কোটি টাকার টুর্নামেন্ট নিয়ে রোমাঞ্চিত। দেশটির প্রায় প্রতিটি সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়েছে আইপিএল শুরু হওয়ার খবর। আইপিএলের এই উন্মাদনাকে কাজে লাগাতে চাইছে ইংল্যান্ডের ক্লাবগুলো। কাউন্টি দল সারে প্রবল ভাবে চাইছে ইংল্যান্ডের মাটিতে আইপিএলের ম্যাচ আয়োজন করতে। এই খবর জানিয়েছে 'দ্য ডেইলি মেইল'।

সারে কাউন্টি ক্লাবের চেয়ারম্যান রিচার্ড থম্পসন দ্য ডেইলি মেইলকে বলেছেন, 'আমরা লন্ডন এবং ইংল্যান্ডে আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর। আমাদের দেশে ক্রীড়াপ্রেমী মানুষ এখন ক্রিকেট বিমুখ। এ দেশে আইপিএল হলে সেই ছবিটা বদলে যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্বকাপ আয়োজন করে আমরা দারুণ সাফল্য পেয়েছি। কোভিডের জন্য আমাদের এতটাই আর্থিক ক্ষতি হয়েছে যে, সেটা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের প্রচলিত ধারণার বাইরে যেতে হবে।'

থম্পসন আরও বলেন, 'আগামী বছর আইপিএলে ১০ দল খেলবে। ফলে বাড়তি দুটি দল যোগ হচ্ছে। প্রতিযোগিতা শেষ হতে হতে জুন মাস এসে যাবে। ওই সময়ে লন্ডনে খেলা হতেই পারে। ভেন্যু হতে পারে বার্মিংহাম, ম্যাঞ্চেস্টার। সারেতে রাজস্থান রয়্যালস তাদের প্রশিক্ষণ অ্যাকাডেমি করেছে। তাদের মালিক মনোজ বাদালেকে আমরা খুব ভালো করে জানি। উনি প্রচুর সময় ওভালে কাটান। এখানকার অনেক ক্লাবের সঙ্গে আইপিএলের সম্পর্ক আছে। ফলে আমরা ইতিবাচক ভাবনা ভাবতেই পারি।'



সিলেটভিউ২৪ডটকম/ কালের কণ্ঠ / জিএসি-০৬

শেয়ার করুন

আপনার মতামত দিন