আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

আফিফের আগে ব্যাটিং করতে চান সাইফ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-৩০ ১৮:১২:৪৪

সিলেটভিউ ডেস্ক :: জাতীয় দলে সাইফউদ্দিনের ভূমিকা পেস বোলিং অল-রাউন্ডার হিসেবে। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে ব্যাট করেছেন ৮ নম্বরে। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হেলমেটে বল লাগার পর আর বোলিং করতে পারেননি এবং পরের ম্যাচেও খেলতে পারেননি। আরেক তরুণ আফিফ হোসেন ধ্রুব ব্যাট করেছেন সাতে। সাইফ জানেন, মিডল অর্ডারে তার ব্যাটিংয়ের সুযোগ পাওয়া প্রায় অসম্ভব। তাই অন্তত আফিফ হোসেনের আগে ব্যাট করতে চান।

আসন্ন ডিপিএলে তারকাবহুল আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন সাইফ। দুই-একটা ম্যাচে হলেও তিনি ব্যাটিং অর্ডারে আফিফ হোসেনের আগে নামানোর জন্য টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করবেন। আজ রবিবার অনুশীলনের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, \'সুযোগ আসবে না (পাঁচ-ছয়ে ব্যাটিং) এটাই বাস্তবতা। শুধু শুধু বলে লাভ নেই! ঘুরে-ফিরে সাতেই ব্যাট করতে হবে। অবশ্যই টিম ম্যানেজমেন্ট আফিফের আগে আমাকে নামাবে না। তারপরও এক-দুইটা ম্যাচে সুযোগ দেওয়ার জন্য তাদের অনুরোধ করব।\'

২৪ বছর বয়সী এই অল-রাউন্ডার আরও বলেন, \'যদি দল সুযোগ দেয়, যেহেতু গতবার আবাহনীর হয়ে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছি। যদি উনারা মনে করেন তাহলে অবশ্যই, আমি ওপরে খেলতে আগ্রহী। সত্যি বলতে উন্নতির শেষ নেই। উন্নতির কথা মুখে বললে হবে না। নিজের তাগিদ থাকতে হবে। ম্যাচ ও অনুশীলনে অনেক সুযোগ পেতে হবে। আজ বললাম আর এক সপ্তাহ বা মাসের মধ্যে সেরা ফিনিশার হয়ে যাব-এটা কঠিন। হয়তো ঘরোয়া ক্রিকেটে নিজেকে কিছুটা প্রমাণ করতে পেরেছি। আন্তর্জাতিক পর্যায়ে ফিনিশারের ভূমিকা পালন করতে হলে আরও ভালো করতে হবে। আরও সুযোগ পেতে হবে।\'


সৌজন্যে : কালের কণ্ঠ
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-৭

শেয়ার করুন

আপনার মতামত দিন