আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

মহেন্দ্র সিং ধোনির অবাক ঘোষণা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-০৪ ২২:২৫:১৯

সিলেটভিউ ডেস্ক :: নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হঠাৎ করেই তার নেতৃত্ব ছাড়ার ঘোষণায় ভারতীয় ক্রিকেটসহ তার ভক্তদের অবাক করে দিয়েছে। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও, একদিন ও টি-২০ দলের সদস্য থাকছেন তিনি।

বুধবার বিকালে ওয়ানডে এবং টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মহেন্দ্র সিং ধোনি।  ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করবেন না। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই)।

২০০৪ সালে অভিষিক্ত ধোনী ভারতীয় ক্রিকেটে অনেক সাফল্য বয়ে নিয়ে এসেছেন।  অধিনায়ক হিসেবে ভারতের হয়ে তিন ধরণেরই আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা জিতেছেন ধোনী।

বিসিসিআইর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল জোহরি বলেন, প্রত্যেক ভারতীয় ক্রিকেট ফ্যান এবং বিসিসিআই'র পক্ষ থেকে আমি সব ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে অসামান্য অবদানের জন্য ধোনিকে ধন্যবাদ জানাতে চাই। তার নেতৃত্বে ভারতীয় দলের নতুন উচ্চতা স্পর্শ করেছে এবং তার সাফল্য ভারতীয় ক্রিকেটের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে।

শেয়ার করুন

আপনার মতামত দিন