আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

এবার সোনা জিতে তাক লাগাল কাশ্মীরের খুদে বক্সার!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১১ ০০:০৫:২০

প্রতিকূলতাকে জয় করে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কাশ্মীরের অভিভাবকরা। এবার খেলার দুনিয়ায় ফের উজ্জ্বল হল কাশ্মীরের নাম। জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দেশকে তাক লাগিয়ে দিয়েছে খুদে এক বক্সার। দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল পেয়েছে সে। দ্বিতীয় শ্রেণির এই ছাত্রের এমন সাফল্যে পুরো কাশ্মীর তাকে সালাম জানিয়েছে। 

দেশটির রাজৌরির আট বছরের খুদে বক্সারকে জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকেও বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। জাতীয় স্তরে সোনা এনেছে সে। ওই খুদে বক্সারের গর্বিত বাবা আব্বাস সাদাকি জানান, এখন সবে পথচলা শুরু। আমি ওকে অলিম্পিকের বক্সিং রিংয়ে দেখতে চাই। উপরওয়ালার কাছে প্রার্থনা করি, পুরো বিশ্বে ও যেন এভাবেই বারবার দেশের মুখ উজ্জ্বল করতে পারে। সূত্র: সংবাদ প্রতিদিন।

শেয়ার করুন

আপনার মতামত দিন