আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ সালে!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৬-১৯ ০০:৩৮:৫৯

ক্রিকেটের অন্যতম জমকালো আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এ ফরম্যাটের সপ্তম আসরটি ২০১৮ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২০ সালে অনুষ্ঠিত হবে। মূলত শীর্ষ দলগুলো দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উচ্চ পর্যায়ের একজন মুখপাত্র জানান। এটা সত্যি যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০১৮ আসর আমরা বাদ দিচ্ছি। প্রথম কারণ হচ্ছে সদস্য দেশগুলো অনেক দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত থাকবে। ২০১৮ সালে এ টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়। যদিও কোনো ভেন্যুর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয় হয়নি। যাই হোক ২০২০ সালে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে।

সূত্রটি জানায়, "২০২০ সালে টুর্নামেন্ট মাঠে ফিরবে। দক্ষিণ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে পারে সপ্তম আসর। দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও আইসিসির অনেক ইভেন্ট হচ্ছে। সদস্য দেশগুলোও টুর্নামেন্ট পেছানোর পক্ষে। 

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় ২০০৭ সালে বসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসর। এরপর ইংল্যান্ড (২০০৯), ওয়েস্ট ইন্ডিজ (২০১০), শ্রীলঙ্কা (২০১২) এবং বাংলাদেশ (২০১৪) এবং ভারত (২০১৬) পরবর্তী আসরগুলো আয়োজন করেছিল।

সূত্র: পিটিআই

শেয়ার করুন

আপনার মতামত দিন