আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

কাতারেও হারলো বাংলাদেশ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৪ ১৭:৩৪:৪০

সিলেটভিউ ডেস্ক :: এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাই খেলতে ফিলিস্তিনের মাটিতে পা রাখার আগে আত্মবিশ্বাসের রসদ সঙ্গে নিতে পারল না বাংলাদেশ। এন্ড্রু ওর্ডের তরুণ দলটি শেষ প্রস্তুতি ম্যাচও হেরেছে। বৃহস্পতিবার কাতারের বয়সভিত্তিক দলের বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল।

এএফসির বাছাইয়ে ‘ই’ গ্রুপে শক্তিশালী তাজিকিস্তান, জর্ডান ও স্বাগতিক ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ১৯ জুলাই থেকে শুরু হবে এ প্রতিযোগিতা। এর আগে দুই দিনের ব্যবধানে দুই হারে আত্মবিশ্বাসে পিছিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে।

স্বাগতিক কাতারের বিপক্ষে আক্রমণ ও রক্ষণে সমানতালে পিছিয়ে ছিল ওর্ডের শিষ্যরা। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় কাতার। দ্বিতীয়ার্ধে যোগ করে তৃতীয়টি। বাংলাদেশের জালে তারা বল জড়িয়েছে ১৪, ৩৯ ও ৬৩ মিনিটে।

এর আগে গত মঙ্গলবার স্বাগতিক নেপালের বিপক্ষে ১-০ গোলে হেরে কাতারের উদ্দেশে বিমান ধরে বাংলাদেশ। দুই প্রস্তুতি ম্যাচের হারের ভুলগুলো শোধরাতে কাতারে আরও তিনদিন ক্যাম্প করবে তারা।

শেয়ার করুন

আপনার মতামত দিন