আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

‘আমি তো মুশফিকের বিরুদ্ধে কোনো কিছু বলিনি’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১০ ১০:৫২:০২

গণমাধ্যমে আসা নিজের বক্তব্য অস্বীকার করলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তার দাবি, টেস্ট অধিনায়ক মুশফিককে নিয়ে করা তার মন্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করেছে কিছু মিডিয়া।

শনিবার সন্ধ্যায় ক্রীড়া লেখক সমিতির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাপন বলেন, ‘একটা টিভি চ্যানেলে দেখলাম, আমি নাকি মুশাফিকের অধিনায়কত্বে অসন্তুষ্ট। আমি নাকি এও বলেছি যে, সাকিব ও মাশরাফির মতো সে প্রতিবাদ করতে পারে না। মুশফিক অন্যের উপর দোষ চাপায়। আমি এ কথা কখন বললাম?’

মিডিয়াকে আরও দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়ে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘মিডিয়ার উচিত আরও দায়িত্ববান হওয়া। সঠিক খবর পরিবেশন করা। এসব ভুল খবর খেলোয়াড়দের উপর চাপ তৈরি করে। মুশফিক টানা তিনটি টেস্ট সিরিজ ড্র করা অধিনায়ক। এখন যদি সে শোনে যে, বিসিবি প্রেসিডেন্ট ওর অধিনায়কত্বে খুশি নয়, তাহলে ওর মনের অবস্থা কী হবে একটু চিন্তা করুণ। এটা নিশ্চয়ই ওর উপর চাপ সৃষ্টি করবে।’

চট্টগ্রাম টেস্টে হারের পর নিজের ও দলের ব্যাটিং লাইন আপ নিয়ে মুশফিককে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘সব কিছু তো আর আমার ইচ্ছা অনুযায়ী হয় না। টিম ম্যানেজমেন্ট যেভাবে ঠিক করে দেয় সেভাবেই সবকিছু হয়।’

এর জবাবে একদিন আগে মিডিয়াতে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘একাদশে কে খেলবে, কোনো পজিশনে কে ব্যাট করবে- এটা অধিনায়কের ব্যাপার। আমি শুধু পরামর্শ দিতে পারি। ম্যাচ চলার সময় আমার ডেসিং রুমে যাওয়া নিষেধ। ঢাকা টেস্টে ওকে চারে ব্যাট করতে বলা হয়েছিল। কিন্তু সে করেনি। চট্টগ্রাম টেস্টেও তাকে চার নম্বরে ব্যাট করতে বলেছিলাম। কিন্তু সেখানেও সে ছয় নম্বরে নেমেছে। পরে কোচকে জিজ্ঞাসা করলাম কেন? কোচ বললেন, মুশফিক আাসলে চারে নামতে চায় না। চারে নাসির বা সাব্বিরকে নামতে বলেছে।’

বৃহস্পতিবার ম্যাচ শেষে নিজের ছয় নম্বরে নামার ব্যাখ্যা দিয়ে মুশফিক বলেছিলাম, ‘১০০-১২০ ওভার কিপিং করার পর চারে ব্যাট করা অত্যন্ত কঠিন।’

শেয়ার করুন

আপনার মতামত দিন