আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

দক্ষিণ আফ্রিকা সিরিজে নেই সাকিব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১২ ০০:৫৩:৪১

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন না সাকিব আল হাসান।

তবে ওয়ানডে ও টি-২০ সিরিজে তাকে দেখা যাবে। টানা ক্রিকেট খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাই শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন। এই জন্যই টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের বিশ্রাম চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরীর কাছে ছুটির দরখাস্ত দিয়েছেন। সাকিবের সিদ্ধান্তকে বিসিবিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। গতকাল ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান মিডিয়াকে বলেন, ‘সাকিব শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত। এ জন্য ছয় মাসের ছুটি চেয়েছে। ’

গতকাল বন্যার্তদের মাঝে ত্রাণের অর্থ দিতে বিসিবির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছিল। সেখানেই সাকিবকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। সেই আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, সাকিবকে দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হবে। তবে দ্বিতীয় টেস্টে সাকিব চাইলে খেলতে পারবেন। আকরাম খান বলেন, ‘সাকিব আমাদের সেরা ক্রিকেটার। তাকে মিস করাটা অনেক বড় ক্ষতি। সে দেশের মাটিতে এবং দেশের বাইরে দারুণ ক্রিকেট খেলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার ডাবল সেঞ্চুরি ছিল। তারপরেও সাকিবের ব্যক্তিগত বিষয়কে গুরুত্ব দিতে হবে। আমরা চাই না মাশরাফির মতো সেও ইনজুরিতে পড়ুক। তবে সে চাইলে দ্বিতীয় টেস্টে খেলতে পারবে। ’ তবে সাকিবের ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। আকরাম খান জানিয়েছেন, আজ-কালের মধ্যে সাকিবের সঙ্গে আলোচনা করেই একটা সিদ্ধান্তে পৌঁছাবে বিসিবি।

সব শেষ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বলে-ব্যাটে দাপট দেখিয়েছেন সাকিব। প্রথম টেস্টে তার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। তাই দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবকে না পাওয়াটা দলের জন্য অনেক বড় ধাক্কা। বিশ্বসেরা অলরাউন্ডার দলে একাই দুই ক্রিকেটারের ভূমিকা পালন করে থাকেন। সাকিব দলে থাকলে একজন বোলার কম নিয়ে খেলার সাহস দেখান অধিনায়ক মুশফিকুর রহিম। তাই সাকিবের অভাব পূরণ করতে বড় ঝামেলা পোহাতে হবে টিম ম্যানেজমেন্টকে। আকরাম খান বলেন, ‘দলে অন্য যারা থাকবেন এখন তাদের দায়িত্ব অনেক বেশি। সবাই বিষয়টি নিয়ে ভাববেন। ’

আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। প্রোটিয়াদের সঙ্গে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-২০ খেলবে টাইগাররা। টেস্ট দিয়ে শুরু হবে সফর। তাই দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে যাচ্ছেন না সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার যাবেন পরে। তবে সাকিব যদি মনে করেন, তিনি টেস্ট খেলবেন সেক্ষেত্রে দলের সঙ্গে যেতে পারেন। এখন সব কিছু নির্ভর করছে সাকিবের ওপর।

শেয়ার করুন

আপনার মতামত দিন