আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

হারে শুরু বাংলাদেশের, জয় পেয়েছে ভারত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১১ ২০:৫৮:১১

এশিয়া কাপ হকির 'এ' গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে শুভসূচনা করে পাকিস্তান। বুধবার মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে দাঁড়াতেই দেয়নি পাকিস্তান।

পাকিস্তানের হয়ে আবু মাহমুদ তিনটি গোল করেন। জোড়া গোল করেন আসলাম কাদির ও আম্মাদ বাট।

এদিকে বিশাল জয়ে শুভ সূচনা করেছে পরাশক্তি ভারত। জাপানকে ৫-১ গোলে হারিয়ে এই জয় তুলে নেয় দু’বারের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা।

এর আগে বুধবার (১১ অক্টোবর) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই ভরতকে ১-০ গোলে এগিয়ে দেন সমরপিত সুনীল। এক মিনিট পরে কিতাজাতো কেঞ্জির গোলে ১-১ এ সমতা আনে জাপান।

সমতায় ফেরাটা ঠিক যেন মানপ্রিত সিংদের জন্য স্বস্তির হয়ে উঠেনি। তাইতো ম্যাচের ২৩ মিনিটে উপধায়া ললিত গোল করে ভারতকে ২-১ এ এগিয়ে দেন। আর সেই লিড প্রথমার্ধের বিরতিতে যায় ভারত।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় ভারত। তাতে কাজও হয় বিস্তর। একটি দুটি নয়, ম্যাচের শেষ দুই কোয়ার্টারে তিনটি গোল ধরা দেয় ভারত শিবিরে।

৩১ মিনিটে রামানদ্বীপ সিং এবং ৩৫ ও ৪৮ মিনিটে হারমানপ্রিত সিংয়ের জোড়া গোলে ৫-১ এর বড় জয়ে মাঠ ছাড়ে অধিনায়ক মানপ্রিত সিং’র দল।

শেয়ার করুন

আপনার মতামত দিন