আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

গোয়াইনঘাটে গ্রাম আদালত সম্পর্ক সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৪ ১৩:৪৯:৩৫

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট ::    গোয়াইনঘাট উপজেলা প্রসাশনের উদ্দ্যোগে বাংলাদেশ লিগ্যাল (এইও)সার্ভিসেশ ট্রাষ্ট(ব্লাস্ট) এর সহযোগিতায় গ্রাম আদালত সম্পর্কে গন সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের ভুমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বার্হী অফিসার বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় দিন ব্যাপী আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনজিপি জেলা ফ্যাসিলেটর রবিউল আওয়াল নাসিম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ডাঃ কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী ফখরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা অনূজ চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি এমএ মতিন, সাবেক সভাপতি মন্জুর আহমদ, আব্দুল মালিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আলী হোসেন, মিজানুর রহমান প্রজেক্ট কো-অর্ডিনেটর ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ’র, শহিদুর রহমান উপজেলা কো-অর্ডিনেটর গ্রাম আদালত, নিহার রঞ্জন কো-অর্ডিনেটর এফআইভিডিবি প্রমূখ।


সিলেটভিউ২৪ডটকম/১৪ নভেম্বর ২০১৭/এমএএম/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন