আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

ছাতকে বিনামুল্যে ধান বীজ ও সার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৪ ১৯:০৩:৪৬

ছাতক প্রতিনিধি :: ছাতকে কৃষি পূনর্বাসন কর্মসূচীর আওতায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বিনামুল্যে বোরো ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার গোবিন্দগঞ্জ বাজার থেকে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ১ হাজার ৩৭০ জন কৃষকের মাঝে এসব ধান বীজ ও সার বিতরণ করা হয়। ধানবীজ ও সার বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হক।

এসময় প্রত্যেক কৃষকের হাতে ৫ কেজি করে বোরো ব্রি-২৮ ধানের বীজ, ২০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার তুলে দেয়া হয়।

বিতরণকালে ট্যাগ কর্মকর্তা হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, ব্যবসায়ী আশরাফুর রহমান চৌধুরী, এসএসএও শান্ত দাসসহ ইউপি সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৪ নভেম্বর ২০১৭/এমএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন