আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে আইসিটি প্রশিক্ষণার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৪ ২০:০০:৩১

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে আইসিটি প্রশিক্ষণার্থীদের মাঝে সমাপনী সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। মঙ্গলবার(১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শমশেরনগর চা বাগানে চা শ্রমিক সংগঠন জাগরণ  যুব ফোরাম আয়োজিত প্রশিক্ষণ সমাপনী সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের নির্বাহী প্রধান মোহন রবিদাসের সভাপতিত্বে রাজ কুমার রবিদাসের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদাৎ হোসেন, উপজেলা ডেভেলপম্যান্ট ফেসিলিটেটর এ এস এম সাজেদুর রহমান, সাংবাদিক মুজিবুর রহমান, চা শ্রমিক ইউনিয়ন মনু ধলই ভ্যালি(অঞ্চল) সাধারন সম্পাদক নির্মল দাশ পাইনকা, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত সাধারন সম্পাদক গোপাল কানু, ইউপি সদস্য শফিকুর রহমান,আব্দুল আহাদ ও বাবুল মাদ্রাজী ।

শমশেরনগর চা বাগানে জাগরণ আইসিটি সেন্টার থেকে তিন মাসের প্রশিক্ষণ গ্রহনকারী ৪০ জনের মাঝে সমাপনী সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৪ নভেম্বর ২০১৭/জেএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন