আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের আয়োজনে গোয়াইনঘাটে কর্মশালা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৫ ১১:৫৬:২২

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের আয়োজনে হাওরে বোরো ধান উৎপাদনে ঢল মোকাবেলা সক্ষম আধুনিক কলাকৌশলের ব্যবহার সংক্রান্ত কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গবেষক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে পাহাড়ি ঢলজনিত আগাম বন্যায় হাওড় অঞ্চলে হুমকির মুখে থাকা বোরো ফসলের নিরাপদ উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে বিগত দু’বছরে বন্যায় ফসলহানির শিকার ২৫ জন বোরো চাষিকে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রধান গবেষক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম কৃষকদের উদ্দেশ্যে বলেন, স্বল্প জীবনকালের ধানের জাত যেমন- ব্রি ধান-২৮, ব্রি ধান-৮১, বিনা ধান-১৪ এবং বিনা ধান-১৮ আগাম রোপন করে পাহাড়ি ঢলের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এছাড়া অংশগ্রহণমূলক গবেষণায় কৃষকদের অন্তর্ভুক্তি ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে কৃষকের চাহিদামত আগামঢল মোকাবিলা সক্ষম প্রযুক্তি উদ্ভাবন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণে সহযোগী গবেষক প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত স্বল্প জীবনকালের বিভিন্ন সবজি ফসলের উৎপাদন করে কিভাবে বন্যার ক্ষতি পুষিয়ে নেয়া যায় তার বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন।

এসময় বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. সাইফুল ইসলাম। কর্মশালায় তোয়াকুল ইউনিয়নের ২৫ জন কৃষক অংশগ্রহণ করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ নভেম্বর ২০১৭/পিডি/এমএএম/এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন