আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে আরবিজ কিচেন’র উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-০৫ ২১:১৯:২৩

সিলেট :: ‘রন্ধন শিল্পের যাদুকর’ এমন অর্থসমৃদ্ধ নাম নিয়ে সিলেটে যাত্রা শুরু করেছে আরবিজ কিচেন। রুচিশীল মানুষের নতুন নতুন খাবারের স্পৃহা মেটাতে নগরীর ভোজন বিলাসীদের জন্য এ এক নব সংযোজন। আজ দুপুরে নগরীর নয়াসড়ক এলাকার মানিকপীর রোডে নান্দনিক ও রুচিশীল খাবারের এ রেস্টুরেন্ট উদ্ধোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সভাপতি ও সাবেক সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক সিলেট সংলাপ’র সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল খালিক, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, দৈনিক যুগান্তরের সিলেট প্রতিনিধি আব্দুর রশিদ রেনু।

উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ আহমদ, যমুনা টেলিভিশনের ব্যুারো প্রধান মাহবুবুর রহমান রিপন, এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান, ডিবিসি টেলিভিশনের ব্যুারো প্রধান প্রত্যুষ তালুকদার, যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল, চ্যানেল ২৪’র স্টাফ রিপোর্টার মাঈদুল রাসেল ও ক্যামেরাপার্সন শফি আহমদ, এটিএন নিউজের ক্যামেরাপার্সন অনিল পাল, চারাদিঘীরপার এলাকার বিশিষ্ট মুরব্বী সিদ্দিকুর রহমান।

উদ্বোধন শেষে বিশিষ্টজনরা বলেন, রন্ধন শিল্পে সিলেট বর্মানে অনন্য উচ্চতা অতিক্রম করছে। দেশের মূল রেমিটেন্স যোগানকারী ইংল্যান্ড প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীদের অনুকরণে সিলেটও হয়ে উঠছে কারি শিল্পের রাজধানী। তবে মানসম্মত খাবারের অভাব এখনও অনুভূত হয়। আরবিজ কিচেন খাবারের মান বজায় রাখবে বলে আমরা বিশ্বাস করি।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. আবুল হাসনাত আশ্বাস দিয়ে বলেন, সিলেটের মানুষের রুচিশীল খাবারের চাহিদা মেটাতে আরবিজ কিচেন বদ্ধপরিকর।

সিলেটভিউ২৪ডটকম/৫ ডিসেম্বর ২০১৭/প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন