আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১২ ০১:১২:৫১

বালাগঞ্জ প্রতিনিধি :: ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বালাগঞ্জে ৩দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরের এমএ খান অডিটুরিয়াম প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় শীতল পাটির স্টলসহ সরকারি, বেসরকারি উদ্যোগে ৪৩টি স্টল খোলা হয়েছে। গণভবন থেকে প্রধামন্ত্রী শেখ হাসিনার ভাষণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রচার করে বৃহস্পতিবার দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এরপর দুপুর সোয়া ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদাল মিয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় অন্যদের মধ্যে বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেফা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, পশ্চিম গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এমএ মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রকীব ভুইয়া, পরিবার পরিকল্পনা অফিসার ডা. হামিদা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্ত্তী, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মো. মোসাহিদ হোসেন, আবাসিক প্রকৌশলী আব্দুল জব্বার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সাধন চন্দ্র দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল জব্বার, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আবুল মনসুর আহমদ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক খন্দকার আজিমউজ্জামান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক তফজ্জুল হোসেন, অগ্রণী ব্যাংকের ব্যাপস্থাপক দেবাশীষ রায়, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক রাজন চন্দ্র বিশ্বাস, বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম আকন্দ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জুনেদ মিয়া, সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন, শাহাব উদ্দিন শাহীন, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)’র বালাগঞ্জ উপজেলা কো-অডিনেটর মাহাবুবুল আলম, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যানের সিএ সিরাজুর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের সিএ আবুল কালাম আজাদ, ইউডিসি কবির আহমদ ইমরান, মনির হোসেন, বিজিত লাল ধর, নিজাম হোসেন, রিপন কান্তি দাস, শুকুর আলী, লিংকু দাস, মনোয়ার হোসেন প্রমুখ র‌্যালিতে অংশগ্রহণ করেন। পরে বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩দিনব্যাপী এ উন্নয়ন মেলা আগামী শনিবার শেষ হবে।

সিলেটভিউ২৪ডটকম/১২ জানুয়ারি ২০১৮/জেআরজে/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন