আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় বাল্যবিয়ে ঠেকালেন ইউপি চেয়ারম্যান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১২ ১৮:২০:২২

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন শুক্রবার ইউএনও’র নির্দেশে একটি বাল্যবিয়ে ঠেকিয়ে দিয়েছেন। প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপের খবর পেয়ে বরপক্ষ আর কনের বাড়িতেই পৌঁছেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী (১৬) ও উপজেলার দেউল গ্রামের দুবাই প্রবাসী আব্দুল হকের মেয়ের সাথে শুক্রবার বর্নি ইউনিয়নের মুদতপুর গ্রামের জনৈক মাখন মিয়ার ছেলে নাজমুল হকের বিয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল। সকাল থেকে কনের বাড়িতে বিয়ের সমুদয় প্রস্তুতি চলছিল। বাল্যবিয়ের খবর পেয়ে তা বন্ধ করতে ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদ স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিনকে নির্দেশ দেন।

ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, ইউএনও স্যারের নির্দেশ পেয়ে বর আসার আগেই স্থানীয় ওয়ার্ড মেম্বারসহ তিনি কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন চলতে দেখেন। কনের বয়স প্রায় দুই বছর কম থাকার সত্যতা পেয়ে তিনি পিতা-মাতাকে এ বিয়ে বন্ধের অনুরোধ করায় তারা তাতে রজি হন।

সিলেটভিউ২৪ডটকম/১২ জানুয়ারি ২০১৮/এজেএল/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন