আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

গোয়াইনঘাটে শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করছি: এমপি ইমরান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১২ ১৯:৩৫:০৯

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, ‘গোয়াইনঘাটের শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। আমি যখন প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হই তখন বিশাল আয়তনের এ উপজেলায় জুনিয়র বিদ্যালয়সহ মাত্র ৮টি হাই স্কুল ছিল। বর্তমানে গোয়াইনঘাট উপজেলায় ৯টি কলেজ ছাড়াও মাদ্রাসাসহ ৪৫টি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া ১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এ উপজেলায় রয়েছে। আমি গোয়াইনঘাট উপজেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে বর্তমানে আশাবাদী।’

তিনি শুক্রবার গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিকাল ৩টায় শিক্ষা মন্ত্রালয় কর্তৃক লামনী প্রগতি উচ্চ বিদ্যালয় পাঠদানের স্বীকৃতি প্রাপ্তিতে ‘অসামান্য অবদানের’ জন্য এম.পি ইমরান আহমদকে সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করে লামনী প্রগতি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির জিলানীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, ‘উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। গোয়াইনঘাটবাসীকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন অতীব জরুরী। আমরা এ লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক ও আলীরগাও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড.জামাল উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাসুকুর রহমান, ব্যবসায়ী উসমান গনি মেম্বার, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, আহমেদ মুস্তাকিন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামাল হোসেন  মেম্বার, যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ, যুবলীগ নেতা আবুল হোসেন, মুজিবুর রহমান অপু। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইউনুছ আলী, মাস্টার আতিকুর রহমান, আব্দুল খালিক, নুরুল ইসলাম, ইমরান আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১২ জানুয়ারি ২০১৮/ এমএএম/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন