আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে জয়যাত্রা ফাউন্ডেশনের বিভাগীয় কমিটির কার্যক্রম শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১২ ২০:১৮:৪৮

সিলেট :: জয়যাত্রা ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির প্রথম কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে জয়যাত্রা ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে প্রায় ২’শ দু.স্থ ও অসহায় মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষুধ বিতরণ এবং দরিদ্র বালকদের খৎনা সম্পন্ন করা হয়েছে। শুক্রবার নগরীর উপশহর সি ব্লক সংলগ্ন পশ্চিম তেররতন এলাকায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গির। এসময় তিনি বলেন, জয়যাত্রা ফাউন্ডেশন দু.স্থ ও অসহায়দের নিয়ে কাজ করছে। সিলেট বিভাগীয় কমিটি আজ যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন তা নিশ্চয় প্রশংসার দাবিদার। সিলেট বিভাগে আগামীতেও এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করে জয়যাত্রা ফাউন্ডেশনের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করি।

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জয়যাত্রা ফাউন্ডেশনের মহাসচিব ওয়াহিদ জামান, সহ সভাপতি এস এম মনি, সিলেট ডিভিশনের কো-অর্ডিনেটর রোটারিয়ান সৈয়দ আশরাফ আহমদ, জেনারেল সেক্রেটারী রোটারিয়ান জাকারিয়া ইফতেখার শামীম, রোটারিয়ান এসিসটেন্ট কো-অর্ডিনেটর এম. এ মতিন, ফরেইন এফেয়ার্স প্রবাসী কমিউনিটি নেতা রোটারিয়ান শাহ্ শেরওয়ান মোহাম্মদ কামালী, রোটা. ড. আব্দুল কালাম, রোটা. কৌশিক চৌধুরী, রোটা. জামাল আহমদ, রোটা. বদরুজ্জামান, রোটা. রোকসানা পারভীন, রোটা. রওশন আরা মেহেদী, রোটা. খয়রুন নেহার চৌধুরী, রোটা. রোকসানা আহমেদ, চন্দন শামস পুরকায়স্থ, সুবির ঘোষ, এডভোকেট চৌধুরী আতাউর রহমান, সাবেক কাউন্সিলর শাহজাহান আহমদ সহ ১৩ রতন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

সিলেটভিউ২৪ডটকম/১২ জানুয়ারি ২০১৮/প্রেবি/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন