আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

ছাতকে পাউবো'র কর্মকর্তা নিয়ে নদী ভাঙ্গন পরিদর্শনে এমপি মানিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১২ ২০:২৩:৩৫

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের চানপুর ও কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও এলাকার নদী ভাঙ্গন পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

শুক্রবার সকালে তিনি এসব এলাকার ভাঙ্গন কবলিত অংশ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড সিলেট ব্যুরো তত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল ইসলাম সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকী ভূঁইয়া, ছাতক উপজেলা নির্বাহী অফিসার নাছির উল্লাহ খান, সমবায় অফিসার বিজিত রঞ্জন কর, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক উত্তর পুর্বের নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আফজাল হুসেন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা খালেদ হাসান, চরমহল্লা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল হক, আওয়ামীলীগ নেতা অজয় দত্ত, মন্তাজ আলী, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, কালারুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য ফজলু মিয়া, ছাত্রলীগ নেতা মাহবুব আলম প্রমুখ।

এসময় সাংসদ মানিক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নদী ভাঙ্গন নিরসনে যত দ্রুত সম্ভব ব্যাবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করেন।

এছাড়া দ্রুত পানি সম্পদ মন্ত্রীর সাথে আলোচনা করে উনাকে সরেজমিনে ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শন করানো হবে বলে জানান এমপি মানিক।

পরে গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের সুহিতপুর গ্রামে হযরত আবু বক্কর সিদ্দিকী (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি মানিক।

সিলেটভিউ২৪ডটকম/১২ জানুয়ারি ২০১৮/এমএ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন