আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

প্রবাসীরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অন্যতম অংশীদার: এমপি মানিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১২ ২০:২৪:৩৪

ছাতক প্রতিনিধি :: ছাতকে আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে লন্ডন টাওয়ার হ্যামলেটের স্পিকার সাবিনা আক্তারের সম্মানে সংবর্ধনা ও গরিব এতিম ছাত্রদের মধ্যে পোশাক বিতরনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক বলেছেন, প্রবাসীরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অন্যতম অংশীদার। তারা পৃথিবীর যেকোন প্রান্তে থেকে দেশকে ভালোবাসেন, দেশের কল্যাণে কাজ করেন। দেশের যেকোন দুর্যোগকালে তারা এগিয়ে আসেন বন্ধু হয়ে। দেশের প্রত্যেক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামেও প্রবাসীরা ছিলেন সোচ্চার ভূমিকায়।

তিনি আরো বলেন, এদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য ও ধারাবাহিক প্রবৃদ্ধি বৃদ্ধির মূলে তাদের অবদান অনস্বীকার্য। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকাও গর্ব করার মতো। তবে শুধু অর্থনৈতিক উন্নয়নের লক্ষে নয়, দেশের ভাবমূর্তি পৃথিবীর বুকে উজ্জল করতে তারা কাজ করে যাচ্ছেন।

শুক্রবার বিকালে গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের জালাল পুর পয়েন্টে ট্রাস্টের প্রতিষ্টাতা আতাউর রহমান আনসারের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক আপ্যায়ন সম্পাদক নাজির হুসেন লাহিনের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লন্ডন টাওয়ার হ্যামলেটের স্পিকার সাবিনা আক্তার।

বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ছানাউর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, নিজাম উদ্দিন, আরজক আলী, ফজর আলী, আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হুসেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন সম্পাদক এড আশিক আলী, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপি আওয়ামীলীগের সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হক, মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, চরমহল্লা ইউপি আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল হক, কালারুকা ইউপি আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, ভাতগাও ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, ছাতক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।

সভা শেষে গরিব এতিম ছাত্রদের মধ্যে আতাউর রহমান আনসার ট্রাস্টের উদ্যোগে পোশাক বিতরণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১২ জানুয়ারি ২০১৮/এমএ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন