আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

ওসমানী হাসপাতালে বিকট শব্দ, আতংকে দৌড়াদৌড়ি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১২ ২১:৩৭:২৩

নিজস্ব প্রতিবেদক :: সিলেট এমএজি ওসমানী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে আতংক ছড়িয়ে পড়ে। চারদিকে আতংক ছড়িয়ে পড়লে অনেক রোগী ও তাদের স্বজনরা দৌড়াদৌড়ি শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

শুক্রবার রাত আটটার দিকে হাসপাতালের পাঁচ তলার ২১নং ওয়ার্ডে অক্সিজেনের একটি ছোট সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে এই আতংকের সৃষ্টি হয়।

জানা যায়, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পুরো হাসপাতাল জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। এসময় আতংকিত হয়ে রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের নিচের দিকে দৌড়াদৌড়ি শুরু করেন।

পরে বিকট শব্দের বিষয়টি নিশ্চিত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সিলেটভিউ২৪ডটকম/১২ জানুয়ারি ২০১৮/শাদিআচৌ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন