আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সরকারের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা: শিক্ষামন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৩ ১৬:৪৮:৫৫

গোলাপগঞ্জ প্রতিনিধি :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন- শিক্ষকতা হচ্ছে এক প্রকার ব্রত। শিকক্ষকতার চেয়ে মূল্যবান পেশা আর নেই। কিন্তু কিছু লোক শিক্ষকতা পেশার সম্মান নষ্ট করে দিচ্ছে। অনেক শিক্ষক প্রশ্নফাসে জড়িয়ে পড়ছেন । প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে অনেক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। কিছু লোকের অপকর্মের ফলে আজ এই মহৎ পেশাটি কলঙ্কিত হচ্ছে। কিন্তু সরকারের আন্তরিক প্রচেষ্টায় প্রশ্নফাঁস ঠেকানো সম্ভব হয়েছে। শিক্ষাক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা থাকলেও আমরা বর্তমানে অনেক উন্নতি করছি। বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে। আমরা ২০১২ সালের মধ্যেই নারী পুরুষ সমতা অর্জন করেছি। দুনিয়ার কোন দেশে এতো বই বিনামূল্যে একসাথে বিতরণের নজির নেই। ২০১৪-১৫ সালে দেশে বিএনপি-জামায়াত দেশে যোদ্ধাবস্থা তৈরী করলেও আওয়ামীলীগ সরকার কোমলমতি শিশুদের হাতে সময়মতো বই তুলে দিতে পেরেছিল। আওয়ামীলীগ সরকার বর্তমান মেয়াদে ক্ষমতায় আসার পর ৯ বছরে ২৬০ কোটির অধিক বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। আর সেই লক্ষ্যে পৌছাবার প্রধান নিয়ামক হচ্ছেন আমাদের শিক্ষকরা। শিক্ষকদের পাশে সবসময় শিক্ষামন্ত্রনালয় আছে। আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলা।

শনিবার সকাল ১০টায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ স্কাউটস অঞ্চল, চৌধুরী বাজারে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) গোলাপগঞ্জ উপজেলা শাখার  পক্ষথেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, বর্তমানে ১ কোটি ৬৪ লক্ষ শিক্ষার্থী বৃত্তি পায়। সাড়ে ১০ হাজার কোটি টাকা প্রতিমাসে এমপিওভুক্তির আওতায় শিক্ষকদের বেতন হিসেবে দেওয়া হচ্ছে। আমাদের বুঝতে হবে সম্পদ কম। আমরা অর্থনৈতিক দিয়ে দরিদ্র হতে পারি মেধার দিক দিয়ে দরিদ্র নই। বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনসুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সচিব সুজা মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত সচিব মোহাম্মদ বাসিত, যুগ্ম সচিব আবু জাফর মোহাম্মদ ফয়সলের যৌথ পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়ির সহসভাপতি রেজাউল আমীন, সহসভাপতি ইসমাইল উদ্দিন খান, যুগ্ম প্রচার সম্পাদক বিলাল আহমদ, যুগ্ম সচিব নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল,  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার বদরুল ইসলাম সুহেব, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিসবাহ, কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন,  আঞ্চলিক কমিশনার মুবিন আহমদ জায়গীদার, স্কাউট আঞ্চলিক উপ কমিশনার  (প্রোগ্রাম) মোহাম্মদ সিরাজুল ইসলাম, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০১৮/প্রেবি/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন