আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৩ ২০:৪০:২০

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একযোগে সারাদেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে ৩ দিনব্যাপী ‘উন্নয়ন মেলা-১৮’ শনিবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেলা উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী ও মেলায় অংশগ্রহনকারী ২৭টি স্টলের মধ্যে সেরা ৩ স্টলকে পুরস্কার প্রদান করা হয় সমাপনী অনুষ্ঠানে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফজলুল হকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ, উপজেলা প্রকৌশলী এম কে আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে, কৃষি কর্মকর্তা আলিনুর রহমান, আরডিও শাহ আলম তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, সমাজসেবা কর্মকর্তা আবু ইউসূফ, সমাজসেবা কর্মকর্তা কৃঞ্চা রানী তালুকদার, প্রতিবন্ধী সেবা কর্মকর্তা ডাঃ সুজিত বিশ্বাস, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম কমলেশ চন্দ্র ভর্মণ, এজিএম নাজমুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, সাংবাদিক নবীন সুহেল, বিশ্বনাথ নতুন বাজার বষিক কল্যাণ সমিতির কমিশনার এমদাদ হোসেন নাঈম।

স্টল পরিদর্শনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ১ম, পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিস ২য় ও ইসলামিক ফাউন্ডেশন বিশ্বনাথ শাখা ৩য় স্থান অধিকার করে। মেলায় বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার পরিবেশনায় ও বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খানের পরিচালনায় ৩দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০১৮/পিবিএ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন