আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

কানাইঘাট প্রেসক্লাবের আধুনিক ভবন নির্মাণে মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৩ ২০:৪৯:০৮

কানাইঘাট প্রতিনিধি :: প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের আধুনিক ভবন নির্মাণ ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্নস্থানে কর্মরত কানাইঘাটের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কানাইঘাট প্রেসক্লাবের হলরুমে শনিবার বেলা ২টায় প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রেসক্লাব ভবন নির্মাণ ও তার সম্ভাব্য বাজেটের বিষয়ে বিষদভাবে আলোচনা হয়।

বক্তারা এ বড় ধরণের বাজেট সংগ্রহ করতে কানাইঘাটের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সহায়তা কামনা করেন।

এর পর আলোচনায় উঠে আসে স্থানীয় সাংবাদিকদের প্রশিক্ষেনের বিষয়টি। এতে বক্তারা দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির সিলেট বিভাগের আঞ্চলিক প্রধান ইমজার সাবেক সভাপতি ও কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট মঈনুল হক বুলবুল। ক্লাবের সহ সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সহ সম্পাদক আব্দুন নুর, কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলাম চৌধুরী, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সিনিয়র সদস্য বাবুল আহমদ, কাওছার আহমদ, দৈনিক ভোরের পাতার সিলেট ব্যুারো চীফ জয়নাল আবেদীন, নিউজ চেম্বার ডট কমের সম্পাদক তাওহিদুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য আমিনুল ইসলাম, শাহীন আহমদ, আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, জসীম উদ্দিন, সহযোগী সদস্য মুমিন রশিদ, মাহফুজ সিদ্দিকী, আহমেদুল কবির মান্না।

মতবিনিময় সভা শেষে উপস্থিত সকল সাংবাদিকদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা স্বরূপ উপহার প্রদান করেন প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০১৮/এমআর/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন