আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

গর্ভবতী গাভী জবাই: জুড়ীতে মাংস বিক্রেতাকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৪ ১৫:১৫:০৯

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে বিক্রির উদ্দেশ্যে গর্ভবতী গাভী জবাই করাই দুই গোশত বিক্রেতাকে জরিমানা করা হয়েছে এবং জবাইকৃত গাভী গুলো উদ্ধার করে গোশত পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ঘটনাটি রবিবার সকালে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কামিনীগঞ্জ বাজারে ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, রবিবার সকাল ৭টায় কামিনীগঞ্জ বাজারের গোশত বিক্রেতা আব্দুল কাদির ও সেলিম উদ্দিন দুইটি গর্ভবতী গাভী জবাই করেন। খবরপেয়ে গ্রাম পুলিশ বাচ্চু মিয়া ও মুজিব মিয়া ঘটনাস্থলে গিয়ে গরু গুলো উদ্ধার করে ইউপি কার্যালয়ে নিয়ে আসেন।

পরে ইউপি চেয়ারম্যান মাছুম রেজা গরুর মালিক আব্দুল কাদির ও সেলিম উদ্দিন থেকে ৫০০টাকা করে জরিমানা আদায় করে মুছলেকার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেন। সেই সাথে গরু দু’টির গোশত আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানা যায়।

সিলেটভিউ২৪ডটকম/ ১৪ জানুয়ারি ২০১৮/ এমএএল/ এমইউএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন