আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

চেঙ্গেরখালে অভিযান; বালু বোঝাই ১১ টি নৌকা জব্দ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৪ ১৭:৩৭:৫৭

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: গোয়াইনঘাট উপজেলার চেঙ্গেরখাল বালু মহালটি (পিয়াইন ১১৭) সরকারীভাবে ইজারা দেয়া হয়নি। তারপরও একটি চক্র ওই বালু মহাল থেকে প্রতিদিন ড্রেজার মেশিন ব্যবহার করে লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন করে আসছে।

খবর পেয়ে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও বহনের অপরাধে ১১টি বালু বোঝাই নৌকা আটক করে জব্দ করেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি সুমন চন্দ্র দাস বলেন সরকার এ বালু মহালটি ইজারা প্রদান করেনি। কিন্তু একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। খবর পেয়ে এদেরকে বিশেষ অভিযানের মাধ্যমে জব্দকরা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৪ জানুয়ারি ২০১৮/ এমএএম/ এমইউএ
 

@

শেয়ার করুন

আপনার মতামত দিন