আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবীতে সিলেটে বাকবিশিস’র মানববন্ধন ও বিক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৪ ১৮:২৬:২৮

সিলেট :: শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবীতে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বানে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক মানববন্ধন ও সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষকরা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

রবিবার সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে। অন্যতায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে দাবী আদায়ে বাধ্য করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম,  মহানগর শাখার সভাপতি উপাধ্যক্ষ অজয় কুমার রায়, মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, অধ্যক্ষ আবিদুর রহমান লিটন, অধ্যক্ষ মফিজুর রহমান চৌধুরী, অধ্যাপিকা জান্নাতারা খান, অধ্যাপক সীতাংশু শেখর দেব, অধ্যাপক সাব্বির আহমদ, অধ্যাপক এনামুল হক, অধ্যাপক রমেন্দু তালুকাদার, অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক সিতাংশু শেখর দে. অধ্যাপক সাখাওয়াত হোসেন, অধ্যাপক মো. লিয়াকত আলী, অধ্যাপক তাহমিনা আক্তার, অধ্যাপক মুমিনুল হক, অধ্যাপক বীনা সরকার,অধ্যাপক শামীম আহমদ, জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনামুল হক ও মহানগরের সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফারুক আহমদ, অধ্যাপক কাশমির রেজা, অধ্যাপক মুহিবুর রহমান, অধ্যাপক মতি লাল দাশ, অধ্যাপক রওনক জাহান, অধ্যাপক আবু জাফর ওবায়দুল্লাহ, অধ্যাপক আতাউর রহমান ভূঁইয়া, অধ্যাপক নাজ বাহার লাকী, অধ্যাপক শুকরিয়া জাহান, অধ্যাপক ফাতেমা খানম, অধ্যাপক মাহমুদা আক্তার, অধ্যাপক শিল্পী মালাকার, অধ্যাপক নন্দ কিশোর রায়, অধ্যাপক মাসুক আহমদ, অধ্যাপক সোনিয়া অর্জুন, অধ্যাপক পলি সেনাপতি, অধ্যাপক নুরজাহান বেগম, অধ্যাপক সফিকুল ইসলাম, অধ্যাপক সুভাষ চন্দ্র, অধ্যাপক পলাশ চন্দ্র, অধ্যাপক আলতাফুর রহমান, অধ্যাপক শাহরিয়ার খান, অধ্যাপক প্রভাতী ইসলাম, অধ্যাপক নন্দন কর্মকার, অধ্যাপক শাহ আলম, অধ্যাপক সৈয়দা মোমেনা, অধ্যাপক সামিয়া তসলিম আলম, অধ্যাপক হুমায়রা মনি, অধ্যাপক নুসরাত ফাতেমা, অধ্যাপক কাজরী ধর, অধ্যাপক ময়নুল হক, অধ্যাপক গিলমান আলী, অধ্যাপক নুরুজ্জামান কোরেশী, অধ্যাপক সাইফুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াহীদ, অধ্যাপক মাসুক আহমদ, অধ্যাপক এখলাছুর রহমান, অধ্যাপক শফিক আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৪ জানুয়ারি ২০১৮/প্রেবি/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন