আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জে ৫ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণের মামলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৪ ১৯:০০:৩২

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা ছাত্রলীগের ৫ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রেকর্ড করা হয়েছে। ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানা এলাকায় আবাসিক ভবন নির্মানকারী প্রতিষ্ঠান আহমদ নির্মান সংস্থা এন্ড এস রায়হান ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপক আব্দুল মান্নানের কাছে চাঁদাদাবী, অপহরণ করে অবরোধ করে রাখা এবং সাদা কাগজে স্বাক্ষর করে মারপিট ও ভয়ভীতির অপরাধে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেছকে প্রধান আসামি করে ফেঞ্চুগঞ্জ থানার মামলা দায়ের করেন অবাসন নির্মানকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আব্দুল মান্নান।

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে শাহজালাল সার কারখানা এলাকায় ঘটনাটি ঘটে। শনিবার থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ রবিবার ১৪ জানুয়ারী মামলা রেকর্ডভূক্ত করে।  

মামলার অন্যান্য আসামি হলেন- উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জালাল আহমদ(২৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুহেব আহমদ (৩০), উপজেলা ছাত্রলীগ নেতা কাবিলুর রহমান সোহেল (৩০), ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সল আহমদ (৩০)।

আহমদ নির্মান সংস্থা এন্ড এস রায়হান ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপক আব্দুল মান্নান বলেন, উল্লেখিত ব্যক্তিরা আমাকে নির্মানাধীন বিল্ডিং এর কাছ থেকে শুক্রবার রাতে অপহরণ করে ফেঞ্চুগঞ্জ রেলষ্টেশন এলাকায় নিয়ে এসে মারধর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় তারা ছেড়ে দেয়।

সিলেটভিউ২৪ডটকম/১৪ জানুয়ারি ২০১৮/এফইউ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন