আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

চুনারুঘাটে র‌্যাবের সাথে ডাকাতদলের‘বন্দুকযুদ্ধ’: গুলিবিদ্ধ ৩

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-২৩ ১৪:০১:৩০

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ৩ জনসহ ৯ ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

এ সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ১টি কাটার, ২টি রামদা ও ১টি দা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোরাত উপজেলার পৌর শহরের বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, ওই সময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। রাত ৪টার দিকে গোপন সূত্রে এমন খরব পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পের ডাকাতরাও র‌্যাবকে উদ্যোশ্য করে গুলি ছুড়ে। তাদের গুলির জবাবে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ ৩ জনসহ ৯ ডাকাতকে আটক করে র‌্যাব।

তিনি বলেন- গুলিবিদ্ধ ৩ ডাকাত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। বাকিঁরা এখনও র‌্যাবের হেফাজতে। তাদেরকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সিলেটভিউ২৪ডটকম/২৩ জানুয়ারি ২০১৮/কেএস/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন